সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে এক হাজার ৫৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ জুন) পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে এক হাজার ৫৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৯ জন এবং অন্যান্য ঘটনায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে চাইনিজ রাইফেল কার্তুজ ৫টি, ছুরি একটি, লোহার হাতুড়ি একটি, দেশীয় অস্ত্র দুটি, মোবাইল সেট চারটি, দেশীয় তৈরি ওয়ান শুটারগান দুটি, ১২ বোর কার্তুজ একটি, দা ৩টি, লোহার তৈরি ছোরা দুটি, থ্রি নট থ্রি রাইফেলের গুলি তিনটি, থ্রি নট থ্রি রাইফেলেরগুলোর এমটি কার্টিজ (খোসা) একটি, বার্মিজ চাকু একটি, শর্টগানের তাজা গুলি ৯টি, গুলির খোসা ৪টি উদ্ধার করা হয়েছে।
সারাদেশে বিশেষ এ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তর।
আরটিভি/আরএ/এস