ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

মৃত্যুদণ্ডও নুরুল হুদার জন্য ছোট শাস্তি : ডা. জাহেদ উর রহমান

আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৫:৫২ পিএম


loading/img
ডা. জাহেদ উর রহমান। ফাইল ছবি।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। তাকে যদি মৃত্যুদণ্ডও দেওয়া হয় তাও তার অপরাধ তুলনায় ছোট শাস্তি বলে মনে করেন ডা. জাহেদ উর রহমান।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন এই রাজনৈতিক বিশ্লেষক।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘মৃত্যুদণ্ড যদি কোনো শাস্তি হয় নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ডও ছোট শাস্তি। আই রিপিট, মৃত্যুদণ্ড তার জন্য যথেষ্ট শাস্তি বলে আমি মনে করি না।’

বিজ্ঞাপন

তার মতে, যারা ওইসব নির্বাচনগুলো করেছেন তাদের মধ্যে উনিও একজন সিইসি। বিশেষ করে ২০১৮ সালে ভয়ংকর নির্বাচন হয়েছে, ডাকাতি হয়েছে, রাতের ভোট হয়েছে সেই মানুষটার বিচারের আওতায় আসা খুবই জরুরি ছিল। আমি যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে কাজ করেছি, তখন একটা প্রস্তাবনা দিয়েছিলাম। সেটা ফাইনালি হয়তো আসেনি, কিন্তু ২০১৮ সালের নির্বাচন নিয়ে একটা কমিশন হওয়া দরকার।

ডা. জাহেদ উর রহমান বলেন, একটা দেশকে কিভাবে ধ্বংস করা যায় তথাকথিত নির্বাচনের মাধ্যমে তা আজকে বিস্তারিত আলোচনা করব না। কিন্তু একটা জিনিসের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে, সেটাকে গুরুত্ব দিতে চাই। এই দেশটাকে শেখ হাসিনা যাদের যাদের নিয়ে ধ্বংস করেছেন, যারা যারা রোল প্লে করেছে, মানুষকে শেষ করে দিয়েছে এবং কোটি কোটি মানুষের জীবন শেষ করেছে তার সহযোগী তারা। তাদের সেই শাস্তি হতে হবে।

আরও পড়ুন

উনি ক্রিমিনাল হতে পারেন, কিন্তু মানুষ দাবি করে এই বিশ্লেষক বলেন, একটি ভিডিও আমাদের সামনে এসেছে, উনাকে যখন পুলিশের সামনে গ্রেপ্তার করা হয় তখন তার গলায় জুতার মালা দেওয়া হয়েছে এবং তাকে জুতাপেটা করা হয়েছে। এটা অসভ্যতা, এটা বর্বরতা। আমরা আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র সেখানে বলেছিলাম—সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের সমাজ তৈরি করব। 

ডা. জাহেদ আরও বলেন, আমাদের সংবিধানে আর্টিকেল ৩৫ লেখা আছে, কোনো ব্যক্তিকে কোনোভাবে অবমাননাকর শাস্তি দেওয়া যাবে না বা তার সঙ্গে সেই রকম আচরণ করা যাবে না। আমি প্রথম দিন থেকে এই জিনিসটা খেয়াল করছি, আদালত প্রাঙ্গণে কিছু কিছু আওয়ামী লীগের অভিযুক্ত এবং বীভৎস মানুষ তারা আওয়ামী লীগের প্রমিনেন্ট লোকজনের চেয়ে অসৎ বীভৎস লোক কম আছে। কিন্তু তাদের সঙ্গে আদালত প্রাঙ্গণে পুলিশের সামনে অপমানজনক আচরণ হয়েছে। এটার আমি বিরোধিতা করি।

তিনি বলেন, আমরা নুরুল হুদার বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই। তাদের যদি শাস্তি না হয় বাংলাদেশে কিন্তু ভবিষ্যতে চোর-ডাকাত বা ১০০ মানুষকে যিনি খুন করেছেন তাকেও শাস্তি দেওয়ার অধিকার দেশের কোনো সরকারের থাকবে না যদি নুরুল হুদাদের বিচার না হয়।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |