ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সাবেক সিইসিকে লাঞ্ছিত করা কে এই মোজাম্মেল ঢালী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ১২:২০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে একদল উচ্ছৃঙ্খল জনতা গলায় জুতার মালা পরিয়ে অপদস্থ করেন। এ নিয়ে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নুরুল হুদাকে ঘিরে ধরে সাদা পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি জুতার মালা থেকে একটি জুতা নিয়ে সাবেক সিইসিকে মারধর করছে।

বিজ্ঞাপন

এ সময় নুরুল হুদার উদ্দেশে ওই ব্যক্তি বলতে থাকে, ওহ যে স্বৈরাচার সৃষ্টি করেছে, এটা ওর উপহার। ওহ আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। পরে পেছন থেকে অন্য আরেকজন জুতার মালাটি খুলে নিলে সাবেক সিইসিকে হেফাজতে নেয় পুলিশ। রোববার (২২) রাতে বাসা থেকে বাইরে বের করে এনে তাকে পুলিশে সোপর্দ করে। এর পরে আরেকটি ভিডিওতে এ সময় নুরুল হুদাকে ঘিরে ধরে ‘স্বেচ্ছাসেবক উত্তর’ এর নামে স্লোগান দিতে শোনা যায়।

জানা গেছে,  সাদা পাঞ্জাবি পরিহিত ওই ব্যক্তির নাম মোজাম্মেল হক ঢালী। তিনি উত্তরার স্থানীয় বাসিন্দা। তবে বিএনপিতে তার কোনো পদ-পদবি নেই।

বিজ্ঞাপন

স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় নেতা জানান, বিএনপি কিংবা অঙ্গ-সহযোগী সংগঠনের ওয়ার্ড, থানা বা মহানগর—কোনো পর্যায়ের কমিটিতেই মোজাম্মেল ঢালী নেই; অতীতেও কখনো ছিল না। তবে মোজাম্মেল ঢালী স্বেচ্ছাসেবক দলের কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি দলে পদ-পদবি পেতে চান।

আরও পড়ুন

এ ব্যাপারে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন বলেন, মোজাম্মেল হক ঢালী আমাদের দলীয় কোনো লোক না। কোনো পদ-পদবিতে নেই। এ ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করি মঙ্গলবার (২৪) তদন্ত রিপোর্ট পাব। আমাদের সংগঠনের কেউ ‘মব’ সৃষ্টির সঙ্গে জড়িত থাকলে তার বা তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সে যে পর্যায়ের নেতাই হোক।

বিজ্ঞাপন

এদিকে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে বলা হয়েছে, মব সৃষ্টি করে সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে অসদাচরণে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ‘ডিসিপ্লিনারি অ্যাকশন’ নেওয়া হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় যেভাবে ‘মব’ সৃষ্টি করা হয়েছে, তা কাম্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |