ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৮৩৩

আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০১:৪৩ পিএম


loading/img
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে আরও ১ হাজার ৮৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৯১ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৪২ জন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৯১ জন এবং অন্যান্য ঘটনায় ৬৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে মোট ১ হাজার ৮৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযান চলাকালে ৩টি পিস্তল, ২টি একনলা বন্দুক-টি-৭.৬৫ মি.মি., ৪টি দেশীয় তৈরি পাইপগান, ১টি সবুজ রঙের কার্তুজ, ২টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি, ৭ রাউন্ড ৩০৩ রাইফেলের গুলি, ৮ রাউন্ড ১২ বোর কার্তুজ, ২টি চাপাতি, ১টি ধারালো তলোয়ার, ১টি লোহার তৈরি সুলফি, ১টি লোহার পাইপ, ৫টি রামদা ও ১টি চাকু জব্দ করা হয়। 

সবশেষে বলা হয়, বিশেষ অভিযান চলমান থাকবে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |