ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সমালোচিত সেই নিশিকে ম্যানেজার বানাতে বিমানের দৌড়ঝাঁপ

আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৭:৩৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিতর্কিত, দুর্নীতিবাজ ও সমালোচিত কেবিন ক্রু এবং বিমানের ফ্লাইট সার্ভিস ডিপার্টমেন্টের সিডিউলিং অ্যান্ড প্ল্যানিং ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত ম্যানেজার চিফ পার্সার সেতারা নাসরিন নিশির চলতি মাসের ৩০ তারিখে অবসরে যাওয়ার কথা। এরপরও তাকে ম্যানেজার বানানোর জন্য উঠেপড়ে লেগেছে বিমান প্রশাসন। 

বিজ্ঞাপন

বিমানের একটি সূত্র জানিয়েছে, গত ৪ জুন বিমানের বিজি থ্রি ফোর সেভেন ফ্লাইটের কেবিনে চিফ পার্সার হিসেবে ঢাকা থেকে দুবাই যান ফ্লাইট সার্ভিস ডিপার্টমেন্টের সিডিউলিং অ্যান্ড প্লানিংয়ের ভারপ্রাপ্ত ম্যানেজার সেতারা নাসরিন নিশি। 

দুবাই এয়ারপোর্টে নামার পর সে সময় সব ক্রু ইমিগ্রেশন সম্পন্ন করেন। কিন্তু ইমিগ্রেশন আটকে দেয় চিফ পার্সার সেতারা নাসরিন নিশিকে। এয়ারপোর্টের ইমিগ্রেশন পার হওয়া এবং দুবাইয়ে প্রবেশ করার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ইমিগ্রেশন তাকে অনেকক্ষণ আটক রাখে। 

বিজ্ঞাপন

পরে দুবাই ইমিগ্রেশন তাকে ডিপোর্ট করে বিমানের ফিরতি ফ্লাইট বিজি থ্রি ফোর এইট ফাইটে প্যাসেঞ্জার হিসেবে ফেরত পাঠায়। তাকে ফেরত পাঠানোর জন্যই ফ্লাইটটির যাত্রায় বিলম্ব হয়। আর সাধারণ যাত্রীরা পড়েন ভোগান্তিতে। ফ্লাইট বিলম্ব এবং যাত্রী হিসেবে সিটে বসে আসার কারণে আর্থিকভাবে ক্ষতিও হয় বিমানের।

এর আগেও ধারালো অস্ত্র নিয়ে সৌদি আরবের জেদ্দার বাদশা আব্দুল আজিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর কাছে ধরা পড়েন সেতারা নাসরিন নিশি। তখনও তাকে বিমানবন্দর থেকে যাত্রী হিসেবে ঢাকায় ফেরত পাঠানো হয়েছিল এবং ৩ বছরের জন্য তার সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। 

এ ছাড়া ২০১৪ সালে দুবাই-ঢাকা ফ্লাইটে বিপুল সংখ্যক অবৈধ মালামাল আনার কারণে ঢাকা এয়ারপোর্টে কাস্টমসের হাতে আটক হন সেতারা নাসরিন নিশি। কিন্তু রহস্যজনক কারণে বিমান মুচলেকা দিয়ে তখন তাকে ছাড়িয়ে নেয়। তবে দেশের প্রচলিত আইন লঙ্ঘন এবং বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ণের দায়ে তাকে ৩ মাসের জন্য সাসপেন্ড এবং তার ২টি ইনক্রিমেন্ট কর্তন করা হয়। 

বিজ্ঞাপন

পরে ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ফারুক খানের হস্তক্ষেপে চাকরি ফিরে পান নিশি। ফারুক খানের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিলো বলে জানিয়েছে বিমানের একটি বিশ্বস্ত সূত্র। 

বিজ্ঞাপন

ফ্লাইট সার্ভিস ডিপার্টমেন্টের ম্যানেজার পদে ২০২৩ সালের ইন্টারভিউয়ের সময় ফ্যাসিস্ট সরকারের বিমান মন্ত্রী ফারুক খান সেতারা নাসরিন নিশির জন্য জোরালোভাবে সুপারিশ করেন। কিন্তু নিশি ওই ইন্টারভিউয়ে এসএসসি পাশের ওপরে তার আর কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হন। 

জানা গেছে, ২০২৩ সালে বারিধারা ক্লাবে ১৫ আগস্ট তৎকালীন শোক দিবস পালনের অনুষ্ঠানের অর্থের জোগানদাতা এই নিশি এবং সেই অনুষ্ঠানে তিনি (নিশি) উপস্থিত থেকে সবাইকে স্বাগতও জানান। 

এত কিছুর পরেও সেতারা নাসরিন নিশিকে প্রমোশন দিতে উঠে পড়ে লেগেছে বিমান প্রশাসন। আগামী ৩০ জুন অবসরে যাচ্ছেন নিশি। শুধু তাকে প্রমোশন দেওয়ার জন্য ১৮ জুন বিশেষ ইন্টারভিউ বোর্ড ডেকেছিল বিমান। অথচ ইন্টারন্যাশনাল অপারেশন সেফটি অডিট (আইওসা) এবং সিভিল এভিয়েশনের নির্দেশনায় বিমান ফ্লাইট সার্ভিস ম্যানুয়ালে স্পষ্ট বলা আছে, ম্যানেজার হতে হলে তাকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে এবং সিনিয়র ম্যানেজমেন্ট কোর্স বা এমথ্রি বাধ্যতামূলক। 

বিতর্কিত ওই ইন্টারভিউ বোর্ড শেষ মুহূর্তে বাতিল হয়। কিন্তু সেতারা নাসরিন নিশি নিজস্ব প্রভাব খাটিয়ে আবার ইন্টারভিউ আয়োজন করেছেন এবং এজন্য সংশ্লিষ্ট চিফ পার্সারদের গত এক সপ্তাহ ধরে ফ্লাইটে যেতে না দিয়ে জোর করে ঢাকায় রেখেছেন। 

বিমানের জি এম, পিআর রওশন কবীর জানান, কাউকে আসলে টার্গেট করে ইন্টারভিউ নিয়ে ম্যানেজার বানানোর রেওয়াজ নেই বিমানে। তবে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সে আর ম্যানেজার হতে পারে না, অভিযোগ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। 

তিনি আরও জানান, গুরুতর অভিযোগ থাকতে সে ইনক্রিমেন্টও পায়না। প্রমোশন পায় না ৩ বছর। তবে কেউ অভিযোগ থেকে খালাস পেলে তার প্রমোশনে আর বাধা থাকে না। 

এদিকে, বিমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী মঙ্গলবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। এই সুযোগে আগামী ২৬ জুন (বৃহস্পতিবার) বিতর্কিত নিশিকে ম্যানেজার বানাতে আবারও ইন্টারভিউয়ের ডেট নির্ধারণ করা হয়েছে। 

মাত্র একদিনের জন্য বিতর্কিত সেতারা নাসরিন নিশিকে ম্যানেজার বানিয়ে বিমানের কি লাভ, সেই প্রশ্ন এখন সংশ্লিষ্টদের।

আরটিভি/আইএম -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |