ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

রোববার ২০ দলীয় জোটের বৈঠক

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৮ , ১১:২৩ পিএম


loading/img

আগামীকাল রোববার ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে অবস্থান করায় তাকে ছাড়াই এ বৈঠক হবে।

এ বিষয়ে শনিবার রাতে খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, রোববার বিকেল ৫টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. মো. আক্তারুজ্জামান। রায়ে মামলার প্রধান আসামি খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ অন্য চার আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।

রায়ের পর খালেদাকে কারাগারে পাঠানো গলে লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ঘোষণা করে বিএনপি।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

এসএইচ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |