ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

রিকশা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০৮ জুলাই ২০১৯ , ১০:২৩ এএম


রাজধানীর প্রগতি সরণিতে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে সড়ক অবরোধ করেছেন রিকশাচালকরা। বাড্ডা, মানিকনগর, মুগদা, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নেন তারা।

বিজ্ঞাপন

সোমবার সকাল ৭টার পর পরই তারা সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। তাদের সঙ্গে যোগ দেন রিকশার মালিকরাও। রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মুগদা বিশ্বরোড থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তাজুড়ে অবস্থান নিয়েছেন রিকশাচালক ও মালিকরা। তাদেরকে রাস্তা খালি করে দিতে বললেও তারা সেটা করেননি। তবে তাদেরকে সরাতে পুলিশ চেষ্টা করছে।

বিজ্ঞাপন

আশপাশের সব রাস্তায় যানজট লেগে আছে সকাল থেকে। কর্মজীবী মানুষ হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

অপরদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিকশা শ্রমিকরা।

বিজ্ঞাপন

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |