ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বাহরাইনে জেল থেকে ১০ কয়েদি ছিনতাই

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ০২ জানুয়ারি ২০১৭ , ১১:০৪ এএম


loading/img

বাহরাইনের একটি জেলের  সাজাপ্রাপ্ত ১০ কয়েদিকে অস্ত্রের মুখে ছিনিয়ে নিলো সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন এক পুলিশ সদস্য। আহত আরেকজন পুলিশ।

বিজ্ঞাপন

রোববার রাজধানী মানামার দক্ষিণে একটি জেলে অত্যাধুনিক রাইফেল ও পিস্তল নিয়ে ঢুকে পড়ে চার থেকে ছ’জন সন্ত্রাসী।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনার পরপরই জেলের আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পলাতক আসামীদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশও দেয়া হয়।

বিজ্ঞাপন

২০১১ সালের ফেব্রুয়ারিতে বাহরাইনের সুন্নি শাসকদের বিরুদ্ধে বৈষম্য অবসান দাবিতে বিক্ষোভে নামে দেশটির শিয়া ধর্মাবলম্বীরা। বিক্ষোভে ৫ পুলিশসহ ৩৫ জন নিহত হন। আটক হন প্রায় তিন হাজার। বহু মানুষকে সামরিক আদালতে বিচার করে দীর্ঘমেয়াদে সাজা দেয়া হয়।

এফএস/ এসজেড

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |