ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

এস কে সিনহার ভাই আয়কর নথি নিয়ে দুদকে

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৮ জুলাই ২০১৯ , ০২:০৭ পিএম


loading/img

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা দুর্নীতি দমন কমিশনে (দুদক) আয়কর নথি জমা দিতে আজ রোববার দুপুরে হাজির হয়েছেন।

বিজ্ঞাপন

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন টেলিফোনে এস কে সিনহার ভাইকে দুদকে হাজির হওয়ার জন্য বলেন। যে কারণে তিনি একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আজ রোববার (২৮ জুলাই) সকাল ১১টার পরে দুদকে হাজির হয়েছেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই (বুধবার) ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

বিজ্ঞাপন

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |