ঢাকাশুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

ভারতে ‘তিন তালাক’ নিয়ে আইনি লড়াই [ভিডিও]

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭ , ০১:০৮ পিএম


loading/img

চার বছর আগে সংসার ভাঙে শাবিস্তা শেখের। স্বামী টেলিফোন করে তাকে বলেন ‘তালাক, তালাক, তালাক’। আর তাতেই সব শেষ। তাদের চার বছরের সংসার মাত্র তিনটি শব্দ শেষ হয়ে যায়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে শাবিস্তা শেখ বলেন, পুরুষরা ভাবে মাত্র তিনটি শব্দে উচ্চারণ করেই তারা সমস্ত দায়-দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলেন। কিন্তু তারা এটা ভাবেন না, এ তিনটি শব্দের কারণে একজনের জীবন ধ্বংস হয়ে যায়।

আর তাই এ ব্যবস্থা বন্ধে তৎপর হয়েছেন ভারতের মুসলিম নারীরা। তালাক ব্যবস্থা বন্ধে কিছু মুসলমান নারী আইনি লড়াই চালাচ্ছেন। মুসলিম বিশ্বের অনেক জায়গাতেই এ 'তিন তালাক' পদ্ধতি নিষিদ্ধ হয়েছে।

বিজ্ঞাপন

ভারতে এখনো এ পদ্ধতি বৈধ। কারণ দেশটিতে ধর্মীয় গোষ্ঠীগুলোকে তাদের নিজস্ব বিবাহ এবং বিচ্ছেদের নিয়ম ঠিক করার অনুমোদন দেয়া রয়েছে। তবে এ পদ্ধতির কারণে অনেক নারী মারাত্নক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

এ ব্যাপারে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সদস্য কামাল ফারুকি বলেন, তিন তালাক আমাদের ধর্মীয় বিশ্বাসের অংশ। ধর্মীয় আইন যেখানে হুমকির মুখে পড়বে, সেখানে আমাদের কোন আপোষ নেই। এটা নিয়ে কোন দরকষাকষি চলবে না।

এখন ‘তিন তালাক’ পদ্ধতি বন্ধ হবে নাকি চালু থাকবে তা নির্ভর করছে দেশটির শীর্ষ আদালতের ওপর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এফএস/ এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |