ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ফের চালু জাল্লিকাটু, নিহত ২

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭ , ১২:৫৪ পিএম


loading/img

বিশ্বব্যাপী অনেক এলাকাতেই ষাঁড়ের লড়াই জনপ্রিয় খেলা। প্রাচীনকাল থেকেই পশুকে শারীরিক শক্তি দ্বারা হার মানানোর খেলাটি নানা আয়োজনে হয়ে আসছে। 

বিজ্ঞাপন

ষাঁড়ের লড়াইয়ের জন্য তেমনি প্রসিদ্ধ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু। জানুয়ারির ফসল তোলাকে কেন্দ্র করে 'জাল্লিকাটু' নামে পরিচিত এ উৎসবটি শুরু হয়।         

রোববার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই খেলায় অংশ নিতে গিয়ে দু’জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।

বিজ্ঞাপন

তামিলনাড়ুর বেশকিছু গ্রামে উৎসব পালন করার সময় অনেক মানুষের উপস্থিতি দেখা যায়। জাল্লিকাটুতে ষাঁড়ের ওপর চড়ে বসার চেষ্টা করেন প্রতিযোগীরা।

ক্রুদ্ধ ষাঁড়কে বশ করার খেলাটি রাজ্যটির ফসল তোলার উৎসবের একটি ঐতিহ্যবাহী রীতি।

এর আগে পশুর প্রতি নিষ্ঠুরতার কারণে ওই খেলাটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত। কিন্তু কেন্দ্রীয় সরকারের একটি সাময়িক আদেশে আয়োজনটি পুনরায় শুরু হয়।

বিজ্ঞাপন

আর খেলাটি পুনরায় চালু করাকে কেন্দ্র করে ভারতে এখনো ব্যাপক বিতর্ক চলছে।

বিজ্ঞাপন

খেলাটি তামিলনাড়ুর সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করেন স্থানীয়রা।

সম্প্রতি পুনরায় 'জাল্লিকাটু'কে পুরোপুরি বৈধ ঘোষণার দাবীতে প্রাদেশিক রাজধানী চেন্নাইয়ে বড় আকারে বিক্ষোভ হয়।

এমনকি রাজ্যটির মুখ্যমন্ত্রী ও পান্নির্সেলভামসহ অধিকাংশ মন্ত্রী 'জাল্লিকাটু' উৎসবের পক্ষে। শুধু তাই না অস্কার-বিজয়ী সুরকার এ আর রহমানও জাল্লিকাটুর প্রতি সমর্থন জানিয়েছেন।

এইচএম/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |