ঢাকাশনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

সোমালিয়ায় জঙ্গি হামলায় নিহত ১৩

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭ , ১০:২৫ পিএম


loading/img

সোমালিয়ার রাজধানী মোগাদিসুরে জঙ্গি হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এখনো গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে ঘটনাস্থল থেকে। বুধবার মোগাদিসুর শহরের দায়াহ হোটেল এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।  

বিজ্ঞাপন

আফ্রিকার জঙ্গি সংগঠন আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। 

হোটেলে প্রবেশপথে আত্মঘাতী গাড়ি বোমা হামলাসহ দুটি বিস্ফোরণ হয়। এতে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক জনগণসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এরপর সন্দেহভাজন জঙ্গিরা হোটেলে প্রবেশ করেন। 

বিজ্ঞাপন

আল শাবাবের রেডিওতে বলা হয়েছে, ‘শাবাবের সশস্ত্র যোদ্ধারা ওই হোটেলে হামলা চালিয়েছে। আর এখন তারা সেখানে লড়ছে।’

দায়াহ হোটেলটি পার্লামেন্টের কাছেই অবস্থিত। এটি রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও উদ্যোক্তাদের কাছ বেশ জনপ্রিয়। হামলা চলাকালে সোমালিয়ার কয়েকজন পার্লামেন্ট সদস্য, সাংবাদিকসহ বেশকিছু মানুষ ওই হোটেলে উপস্থিত ছিলেন। 

এফএস/এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |