ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

৭ নভেম্বর উপলক্ষে মিশিগান বিএনপির আলোচনা সভা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৬ নভেম্বর ২০২২ , ০১:৩৩ এএম


loading/img

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৩ নভেম্বর) রাতে হ্যামট্রামিক শহরের কাবাব হাউজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করেন দেওয়ান আবু হুরায়রা।
 
মিশিগান স্টেট বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় বক্তব্যে রাখেন, মিশিগান বিএনপির উপদেষ্টা ইউসূফ কামাল, রাজু আহমদ তালুকদার, তারেক আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন, সাইফুল ইসলাম মানিক, অ্যাডভোকেট সামসুজ্জামান বাবলু, ময়নুল হক, ওয়াসিমুজ্জামান রনি, মঞ্জুরুল করিম তুহিন, মোস্তাক আহমেদ, মেহেদী হাসান, পারভেজ আহমদ, রেজাউল হাসান, কামাল হোসেন লিলু,  সিলেট “ল” কলেজের সাবেক এ জি এস মোশারফ হোসেন চৌধুরী লিটু ও কাজী এবাদ।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি শাহাদত হোসেন মিন্টু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মওদুদ চৌধুরী, মামুনুর রেজা সায়েল, মোহাম্মদ শাহাজাহান হিটলার, তাহের চৌধুরী, রেজাউল করিম, জুবায়ের হাসান, কাদের আজাদ, ইমাদ উদ্দিন, মারুফ খান, গিয়াস তালুকদার, ইলিয়াস চৌধুরী, আব্দুস সহিদ, বাবুল আহমদ, আবদুল বাসিত, ফয়সল আহমেদ, নিজাম উদ্দিন, কামরুজ্জামান, আব্দুল মুকিত পন্নি, রিয়াজ আহমেদ, শোভন আহমদ, নুরুল হক, গোলাম কিবরিয়া, সোহেল আহমদ, সারোয়ার হোসেন ও আশরাফুল ইসলাম রাসেলসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। শহীদ জিয়াউর রহমান দীর্ঘ ছয় বছরের শাসনামলে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের বাক-স্বাধীনতা নিশ্চিত, দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত, দেশকে স্বাবলম্বী এবং জাতিকে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। 

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, সময় এসেছে ৭ নভেম্বরের চেতনায় সবাইকে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকার এবং গণতন্ত্র হত্যাকারীদের পতন ঘটাতে হবে।

বিজ্ঞাপন

সভায় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |