ঈদ পুনর্মিলনি উপলক্ষে দু’বাংলার তারকা শিল্পীদের নিয়ে মালয়েশিয়ায় বসতে যাচ্ছে, গ্র্যান্ড এক্সপ্যাট্রিয়েট শো। রুনা লায়লা, কুমার শানু, আসিফ আকবরের পাশাপাশি থাকছেন, বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানও। জনপ্রিয় এসব শিল্পীদের অংশগ্রহণে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের নিয়ে স্মরণকালের এ সেরা অনুষ্ঠানের আয়োজন করেছে ‘হ্যালো সুপারস্টার’।
৩০ এপ্রিল চেরাস স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ৪০ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতি থাকবে বলে প্রত্যাশা করছে আয়োজকরা। ইতোমধ্যে কুয়ালালামপুর পৌঁছেছে আসিফ, নীরব’রা।
জমকালো এ আয়োজন উপলক্ষে, বৃহস্পতিবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মাধ্যমে প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে বলে জানান আয়োজকরা। প্রধান অতিথি থাকবেন, মালাক্কা রাজ্যের হেড অব স্টেট ও গভর্নর তুন ডক্টর মোহাম্মদ আলী বিন রুস্তম। মালয়েশিয়ার বিখ্যাত ব্যবসায়ী তানশ্রী ইউসুফ বিন তুন সাইদ নাসির অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে প্রবাসীদের।
আয়োজক ড. কামরুল আহসান জানান, মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিনোদন এবং বাংলাদেশের কৃষ্টি কালচার ও সংস্কৃতি প্রবাসে তুলে ধরার পাশাপাশি বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। এ ছাড়া গ্র্যান্ড এক্সপ্যাট্রিয়েট শো’তে বিশ্বে এই প্রথম শ্রমজীবী মানুষের জন্য সোশ্যাল মিডিয়া মোবাইল এপ্লিকেশন ‘হ্যলো সুপারস্টারস’ এর লঞ্চিং হবে।
ড. কামরুল আহসান আরও জানান, অ্যাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী কর্মী এবং বিশ্বের সকল শ্রমজীবী মানুষ তাদের প্রিয় তারকাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে একে অপরের সাথে তাদের মনের কথা ভাগাভাগি করতে পারবেন। এ ছাড়া ভার্চুয়াল অডিশনের মাধ্যমে সমাজের যে কোনো স্তরের শ্রমজীবী মানুষ তার মেধা, দক্ষতা সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারবেন বলেও জানান আয়োজকরা।
অন্যদিকে, অ্যাপটির মাধ্যমে চলচ্চিত্র বা সংগীত তারকা কিংবা ডাক্তার, আইনজীবী, শেফসহ সমাজের বিভিন্ন পেশার সেলেব্রিটিদের নিকট হতে প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রবাসীরা। এছাড়া তারকাদের ই-অটোগ্রাফ, অভিনন্দন বার্তাসহ ই-কমার্সের মাধ্যমে তারকাদের সঙ্গে ক্রয়-বিক্রয়ে অংশগ্রহণ করতে পারবেন।
গ্র্যান্ড এক্সপ্যাট্রিয়েট শো অনুষ্ঠানটি সফল করতে আয়োজকরা সবার সহযোগিতা কামনা করেন।