প্রতি মিনিটে ৩০০ ফোন বিক্রি করে রেকর্ড গড়েছে শাওমি । ২২ সেপ্টেম্বর শুক্রবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতের বাজারে সম্প্রতি ডিভাইসটি বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে। ৪৮ ঘণ্টায় ১০ লাখের (১ মিলিয়ন) বেশি স্মার্টফোন বিক্রি করেছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
দুর্গা পূজা উপলক্ষ্যে ভারতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আর এই সময়েই শাওমি দুই দিনে ১০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে। তবে কোন দুদিনে এই সংখ্যক স্মার্টফোন বিক্রি হয়েছে তা প্রতিষ্ঠানটি জানায়নি।
প্রতিষ্ঠানটির তরফ থেকে আরো জানানো হয়, স্মার্টফোনগুলোর বেশিরভাগই অনলাইন ও ই-কমার্স সাইটগুলোর মাধ্যমে বিক্রি হয়েছে।
গেলো বছর এ মৌসুমে প্রতিষ্ঠানটির ১০ লাখ ফোন বিক্রি করতে ১৮ দিন সময় লাগে। সেখানে এ বছর ৪৮ ঘণ্টাতেই সমসংখ্যক ফোন বিক্রি করতে পেরেছে প্রতিষ্ঠানটি।
৪৮ ঘণ্টায় ১০ লাখ ফোন বিক্রির ঘটনা এর আগে কোনো সময় ঘটেনি বলে জানায় শাওমি ইন্ডিয়া।
এপি/এমকে