ঢাকামঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

চিকিৎসার জন্য বাংলাদেশ-চীনের মধ্যে মেডিকেল ট্যুরিজম চালু

আতিকা রহমান, চীন থেকে ফিরে

বুধবার, ০৯ জানুয়ারি ২০১৯ , ০৬:১০ পিএম


loading/img

স্বল্প খরচে উন্নত চিকিৎসার জন্য, চীন ও বাংলাদেশের মধ্যে চালু হয়েছে, মেডিকেল ট্যুরিজম। চীনা দূতাবাসের উদ্যোগে প্রথম দফায় বাংলাদেশের ১৮ জন রোগীকে বিনা খরচে চিকিৎসা দেয়া হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত বললেন, এর মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ ও দ্বিপাক্ষিক সুসম্পর্ক কয়েক যুগের। সে সম্পর্কেরই নতুন দিগন্ত উন্মোচিত হলো চায়না-বাংলাদেশ মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে। এর অংশ হিসেবে চীনা দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের ১৮ জন রোগীকে কুনমিং প্রদেশের প্রথম  ক্যাল্যামেট ইন্টারন্যাশনাল হসপিটালে নেয়া হয়।

বিজ্ঞাপন

রোগীদের আন্তরিকভাবে স্বাগত জানান হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথমেই সব রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর রোগের ধরণ অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় দফায় চিকিৎসা চলে।

সেবা দিতে পেরে হাসপাতালের সেবিকারাও আনন্দিত।

বিজ্ঞাপন

চিকিৎসকরা বললেন, বিশ্বমানের সেবা দিতে তারা প্রস্তুত। ভাষা সমস্যা দূর করতে দো-ভাষীরও ব্যবস্থা করা হবে।  

বিজ্ঞাপন

কুনমিং হাসপাতালে একজন রোগীর চোখের অস্ত্রোপচার করা হয়। চীনে বাংলাদেশের কনসাল জেনারেল চিকিৎসাসেবা দেখেন ও মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

বললেন, মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে চীনের পাঁচটি হাসপাতালে বাংলাদেশিরা চিকিৎসা নিতে পারবেন।

এসআর/ এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |