ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

তেল-গ্যাসের দাম বাড়িয়ে জুলুম করা হচ্ছে : খেলাফত মজলিস

আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১ , ০৬:০৭ পিএম


loading/img
খেলাফত মজলিস

দেশে তেল, গ্যাস, পানি ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষের ওপর জুলুম করা হচ্ছে। জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। জনগণের স্বার্থে অবিলম্বে ডিজেল-কেরাসিন ও জ্বালানি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারে দাবি জানান খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। 

বিজ্ঞাপন

শুক্রবার (৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের যখন নাভিশ্বাস, তখন হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। এটি জনগণের ওপর জুলুম করা হচ্ছে।

বিজ্ঞাপন

ইসহাক বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে পণ্য পরিবহন খরচ বাড়বে। এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরও বাড়বে। বাস ভাড়া বৃদ্ধির ফলে যাতায়াত খরচ বাড়বে। কৃষি, সেচ ও সেবাখাতে মূল্যবৃদ্ধির মারাত্মক প্রভাব পড়বে। এতে জনগণের ভোগান্তি আরও চরম আকার ধারণ করবে। তাই জনগণের স্বার্থে অবিলম্বে ডিজেল-কেরাসিন ও জ্বালানি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের মুক্তি দাবি করে তিনি বলেন, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের একজন সুশিক্ষিত, ভদ্র ও স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি কখনও কোনো রকম ভাঙচুরের সঙ্গে জড়িত ছিলেন না। তাকে অন্যায়ভাবে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমরা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

সিনিয়র নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী বলেন, দেশের চলমান সংকট দ্রুত নিরসন করতে না পারলে দেশ, জাতি ও ইসলাম মহাসংকটে নিপতিত হবে। ইসলামের সুমহান আদর্শ সবার কাছে তুলে ধরতে হবে। দেশ খেলাফতের আদলে চললে জমিনে শান্তি নেমে আসবে।

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে জনজীবনকে দুর্বিসহ করে তোলা হয়েছে। নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। দেশ ও দেশের জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সেই ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিজ্ঞাপন

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক ডা. রিফাত মালিক, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

এফএ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |