ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

প্রধানমন্ত্রীর উদ্দেশে মুরাদের ফেসবুক স্ট্যাটাস

আরটিভি নিউজ

বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১ , ০৫:৩৪ পিএম


loading/img
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডা. মুরাদ হাসান, ছবি : ফেসবুক থেকে

আপত্তিকর বক্তব্য ও অশ্লীল কথোপকথনের অডিও ফাঁসের ঘটনার পর নৈতিক স্খলনের দায়ে গতকাল পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়েছেন। বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে তার ভুল স্বীকার করে ক্ষমা চান।

বিজ্ঞাপন

তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- 

‘মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমি যে ভুল করেছি তা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আপনি যে সিদ্ধান্ত দিবেন তা আমি সবসময়ই মাথা পেতে নিবো আমার বাবার মতো।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু 
জয় শেখ হাসিনা’।

বিজ্ঞাপন

অপরদিকে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগকর্মীর অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগ থানায় এই অভিযোগ করেন ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার। 

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বুধবার বলেন, অভিযোগটি গ্রহণ করে প্রাথমিকভাবে ‘জিডি’ হিসাবে নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে।

পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |