ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

৭৫ এর ব্যর্থতার দায় আমাদের নিতে হবে : নাছিম

আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ আগস্ট ২০২২ , ১০:৪৬ পিএম


loading/img

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার দায় আমাদের নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, সেদিন আওয়ামী লীগ কার্যকর প্রতিরোধ, প্রতিবাদ গড়ে তুলতে পারেনি। পারেনি রাজপথে আন্দোলন করতে। সেই ব্যর্থতার দায় নিজেদেরই নিতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা বিষয়ক উপ-কমিটি আয়োজিত শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুলতানা শফি।

বিজ্ঞাপন

ষড়যন্ত্র থেমে যায়নি উল্লেখ করে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, সেই গৃহহীন মানুষদের ঠাঁই দেওয়া হচ্ছে। মানুষরে কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। এমন মুহূর্তে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সাহসিকতার সঙ্গে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

নির্বাচন আসলে ষড়যন্ত্র শুরু হয় মন্তব্য করে নাছিম বলেন, তাদের উদ্দেশ্যই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। অতীতের মতো এবারও তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |