ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

‘সামরিক শাসকরা বিভক্তি নীতি অনুসরণ করে’

আরটিভি নিউজ

শনিবার, ০৫ নভেম্বর ২০২২ , ০৩:৩৯ পিএম


loading/img

সাবেক মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বলেছেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সামরিকতন্ত্র, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে। উদ্দেশ্য ছিল বাংলাদেশ হবে ‘রিপাবলিক’। আমরা সংবিধানে সেটা লিখেছিলাম। রিপাবলিক মানে রাষ্ট্র হবে সবার যেখানে ধর্মীয় পরিচয় থাকবে না। কিন্তু আজকের সংবিধান সেটি ধারণ করে না। সামরিক শাসকরা কখনও ধর্মনিরপেক্ষতাকে ধারণ করে না। কারণ পৃথিবীর সব দেশে সামরিক শাসকরা বিভক্তি নীতি অনুসরণ করে। বাংলাদেশেও তা-ই হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার আগ পর্যন্ত সব রাষ্ট্রীয় অনুষ্ঠান চার ধর্মগ্রন্থ থেকে পাঠ করে শুরু হতো। এখন আর তা হয় না।

বিজ্ঞাপন

শনিবার (৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত ‘আদিবাসীদের আদিবাসী পরিচয়ে স্বীকৃতি দিয়ে ৭২-র বঙ্গবন্ধুর সংবিধান পুনঃ প্রতিষ্ঠা চাই’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সংবিধান পুনঃ প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত অর্থে গণতন্ত্র, আইনের শাসন, সাম্য, সমতা ও সামাজিক মর্যাদা সুনিশ্চিত হতে পারে না। তা-ই এ লক্ষ্যে কাল বিলম্ব না করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশ গুপ্ত, নাট্যকার মামুনুর রশিদ, নারী নেত্রী ডা. ফৌজিয়া মোসলেমসহ অনেকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |