ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ফয়জুল করীমের ওপর হামলায় ফখরুলের নিন্দা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ , ০৫:৫০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বরিশাল সিটি নির্বাচন চলাকালে মেয়র প্রার্থী ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

বিজ্ঞাপন

সোমবার (১২ জুন) দিনগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় প্রমাণিত হলো-নিশিরাতের অবৈধ সরকারের অধীনে অবাধ, নিরক্ষে ও সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। প্রশাসনের নাকের ডগায় একজন ধর্মীয় নেতা ও মেয়রপ্রার্থীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা কাপুরুষোচিত ও ন্যক্কারজনক। 

ফখরুল বলেন,  এই ধরণের বর্বরোচিত সন্ত্রাসী হামলায় আরও প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ বিরোধী দলের কোনো প্রার্থীকেই সহ্য করতে পারে না। হামলা চালিয়ে আক্রমণ করে অথবা যে কোনো প্রক্রিয়ায় বিজয়ী হতে হবে। 

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের হুকুমের বাইরে চলতে পারে না। বিরোধী দলহীন এ ধরণের একটি নির্বাচনে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে একজন মেয়রপ্রার্থী সরকারি দলের সন্ত্রাসীদের কর্তৃক হামলার শিকার হয় সেখানে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায়? 

বিবৃতিতে মির্জা ফখরুল অবিলম্বে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |