ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

রওশনের চেয়ারম্যান ঘোষণা নিয়ে কিছুই জানেন না তার রাজনৈতিক সচিব

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ , ০৮:০৩ পিএম


loading/img
ফাইল ছবি

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের চেয়ারম্যান ঘোষণা নিয়ে কিছুই জানেন না তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ। এর আগে নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করে যে বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, তা ভুয়া বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এই রাষ্ট্রদূত গোলাম মসীহ। 

তিনি বলেন, বেগম রওশন এরশাদের নিজেকে চেয়ারম্যান ঘোষণার তো প্রশ্নই আসে না। আমাদেরই কেউ কেউ অতি উৎসাহী হয়ে ওই বিজ্ঞপ্তি ছড়িয়েছে। কারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পার্টির গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যান ঘোষণা করতে পারেন না দাবি করে গোলাম মসীহ বলেন, একটি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের চেয়ারম্যান নির্বাচন করা হয়।

মঙ্গলবার সকালে জাতীয় পার্টির প্যাডে রওশন এরশাদের নিজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ এবং সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’

এমন একটি সময় রওশন এরশাদের এই বিজ্ঞপ্তি প্রকাশ হয় যখন ভারতে অবস্থান করছেন দলের প্রধান জি এম কাদের। গত শনিবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রওশন এরশাদ। আর আজ (২২ আগস্ট) চেয়ারম্যানের ঘোষণা আসলো।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |