ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

‘রওশন চান ৩ মনোনয়ন’

আরটিভি নিউজ

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ , ০২:৫৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি মনোনয়ন পত্র চেয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

বিজ্ঞাপন

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

তিনি বলেন, রওশন এরশাদ গতকাল দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ফোন করেছেন। তার কাছে রওশন তিনটি মনোনয়ন ফরম চেয়েছেন। একটি তার নিজের জন্য, আরেকটি তার ছেলে সাদ এরশাদের জন্য। অন্যটি ময়মনসিংহ বিভাগের জাপার নেতা ডা. কে আর ইসলামের জন্য। চাহিদাকৃত এসব ফরম এখন পর্যন্ত মনোনয়ন পত্র নিতে কেউ আসেননি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এরআগে, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, বেগম রওশন এরশাদ চাইলে, মনোনয়ন ফরম তার বাসায় পৌঁছে দেব। তিনি আমাদের শ্রদ্ধাভাজন।

এদিকে, সাদ এরশাদের আসন রংপুর-৩ এ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জি এম কাদের নিজেই। আর রাঙ্গার আসন থেকে মনোনয়ন কিনেছেন ছাত্রসমাজের এক নেতা। ঢাকা-১৮ আসনে প্রার্থী হতে আগ্রহী জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের।

সম্প্রতি দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় রওশন অনুসারী রাঙ্গাকে বহিষ্কার করেছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |