ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

‘আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের এত সমস্যা কেন’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৮ এপ্রিল ২০২৪ , ০৪:১৬ পিএম


loading/img
ছবি-এপি

ব্যাট হাতে প্রতিটি ফরম্যাটেই নিয়মিত রান করেন পাকিস্তানি তারকা ব্যাটার বাবর আজম। তবে টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে বাবর অভিযোগ উঠছে। এবার নিজের স্ট্রাইক রেট নিয়ে কথা বলেছেন এই ডান হাতি ব্যাটার।

বিজ্ঞাপন

বাবর বলেন, ইনিংসের শুরুতে উইকেট হারালে মেরে খেলা কঠিন। পরিস্থিতি অনুকূলে থাকলে মুক্তভাবে খেলাও সম্ভব হয় বলে মন্তব্য করেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাবর ম্যাচ খেলেছেন ২৯০টি। ব্যাট করেছেন প্রায় ১৩০ স্ট্রাইক রেটে।

তিনি বলেন, আমি শুধু দলের জয়ের কথাই ভাবি। কীভাবে ইনিংসটাকে গড়ে তুললাম, সেটা ভাবি। স্ট্রাইক রেট ব্যাপারটা ভিন্ন গল্প। ইনিংস গড়া আর ম্যাচ জেতানো দুইটি ভিন্ন বিষয়। 

বিজ্ঞাপন

‘আমি ক্রিকেট খেলতে জানি। আমি জানি, বাড়তি কী যোগ করতে হবে, স্টাইলে কী সংযোজন করতে হবে। এখানে পরিস্থিতিটাই আসল। পরিস্থিতি অনুকূলে থাকলে তো আমি মুক্তভাবেই খেলব।’

তিনি আরও বলেন, ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করলেও অনেকে প্রশ্ন তুলবে। হাতে উইকেট থাকলে ২০০ স্ট্রাইক রেটেও খেলা যায়। আমি বুঝি না, আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের কেন এত সমস্যা। তারা বলবে ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করা উচিত। 

‘এরপর আমি যদি ১৭০-এ ব্যাট করি, তখন বলবে ২০০ স্ট্রাইক রেটে খেলা উচিত। প্রত্যেকের খেলার নিজস্ব স্টাইল আছে, আমি অন্য কারো সঙ্গে নিজেকে তুলনা করতে পছন্দ করি না।’
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |