ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বিএনপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াত নেতা রফিকুল

আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ , ০৫:৫২ পিএম


loading/img
ফাইল ছবি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি-জামায়াতের জোট নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল একটি গণমাধ্যমকে বলেছেন, ‘জামায়াতের সঙ্গে এই মুহূর্তে কোনো জোট নেই।’ জোট প্রসঙ্গে একই কথা বললেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে নরসিংদীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের প্র্যাক্টিক্যাল (ব্যবহারিক) কোনো দলীয় জোট নেই। 

রফিকুল ইসলাম আরও বলেন, বিএনপির সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় আছে, থাকবে। তাদের সঙ্গে যোগাযোগ আছে, এটা দল রক্ষা করে চলবে। তাদের সঙ্গে আমাদের মাঝে মাঝে বসা হয় এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।

বিজ্ঞাপন

এর আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতের সঙ্গে আমাদের যে জোট ছিল, সেটি আন্দোলনের জন্য জোট, সেটি অনেক আগেই অকার্যকর হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা অন্য দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। কারণ, এখন অন্তর্বর্তী সরকার আছে, এরপর আছে নির্বাচন। সুতরাং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা বজায় রাখছি, এটা জরুরি। এই মুহূর্তে আমাদের কোনো জোট নেই। আমরা জোটবদ্ধ নই।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |