জেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ নেতা গ্রেপ্তার
কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজলসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে এবং বুধবার (২ অক্টোবর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
অন্য চারজন হলেন- তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি এবং জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম মাছুম।
জেলা আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল ইসলাম। তিনি জানান, তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা ও দুজনকে পুড়িয়ে হত্যার মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। তিনি জানান, তাদের দুজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ছাত্র-জনতার ওপর হামলার মামলা রয়েছে।
আরটিভি/এফএ
মন্তব্য করুন