জনগণ যেমন চায় তেমন সংসদ নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমেদ
জনগণ যেমন সংসদ চায়, তেমন সংসদই নিশ্চিত করতে হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (১৫ নভেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যেভাবেই হোক প্রকৃত নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যাতে আবারো শুরু না হয়, তা নিশ্চিত করতে হবে। জনগণ যেমন সংসদ চায় তেমন সংসদ নিশ্চিত করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, দেশের দলগুলোর গণতান্ত্রিক যাত্রা ভিন্ন হলেও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলে সংস্কার কমিশন গঠন করে বেসকারি বিশ্ববিদ্যালয়ের সব সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি।
আরটিভি/এসএইচএম/এআর
মন্তব্য করুন