• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বিএনপি বন্ধু চায়, প্রভু নয়: মির্জা ফখরুল

আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২৪, ১৫:১৪
ছবি: সংগৃহীত

বিএনপির পররাষ্ট্রনীতি ‘সহজ’ জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বন্ধু চাই, প্রভু নয়। একইসঙ্গে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, কিন্তু কারও অধীনস্থ হতে চাই না।

সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারটি নিয়েছেন ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গবেষক শাহাদাত হোসেন।

এ সময় মির্জা ফখরুলকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়। সেখানে উঠে আসে ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গও।

বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক সব সময়ই ওঠানামার মধ্য দিয়ে গেছে। গত এক দশকের চেষ্টাতেও এই সম্পর্কে নতুন কোনো দিগন্ত উন্মোচন সম্ভব হয়নি। ভবিষ্যতে বিএনপি-ভারত সম্পর্ক কীভাবে মূল্যায়ন করবেন?

দ্য ডিপ্লোম্যাটের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার পক্ষে। এটি আমাদের ঘোষিত নীতির অন্যতম ভিত্তি। জিয়াউর রহমানের সময় থেকেই, আমরা যখন ক্ষমতায় ছিলাম, ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক ধরে রাখতে কাজ করেছি। তবে আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে আপস করা যাবে না।

তিনি আরও বলেন, পানিবণ্টনের মতো বিষয়গুলো সমাধান করতে হবে। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সংযোগে সমতার নীতি নিশ্চিত করতে হবে। আমাদের কাছ থেকে নেওয়া সুবিধাগুলোর সমান প্রতিদান দিতে হবে। এ ছাড়া বাংলাদেশের রাজনীতিতে ভারতের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি, এ ধরনের হস্তক্ষেপ বন্ধ হবে। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই নেবে।

শুধু আপনার দল নয়, আরও অনেক দলই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা জীবন উৎসর্গ করেছে। কেন মানুষ আগামী নির্বাচনে আপনার দলকে ভোট দেবে, এ বিষয়ে আপনি কী মনে করেন?

এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি জনগণের দল। এই দল সেই ধরনের রাজনীতি করে যা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়। মানুষ স্বাধীনতা চায়, তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় বাস করতে চায়। তারা চায় ভোট দিতে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতাদের নির্বাচিত করতে এবং কাজের সুযোগ পেয়ে উন্নতি করতে। বিএনপি সেই সুযোগ তৈরি করে।

তিনি আরও বলেন, এর আগে বিএনপি তিনবার ক্ষমতায় এসেছে, প্রতিবারই নির্বাচনের মাধ্যমে। ক্ষমতায় থাকাকালে বিএনপি মৌলিক রাজনৈতিক সংস্কার করেছে। জিয়াউর রহমান (বিএনপির প্রতিষ্ঠাতা) একদলীয় ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় ব্যবস্থা চালু করেন। পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয়, যা রাজনৈতিক উদ্ভাবনের আরেকটি মাইলফলক।

বিএনপি মহাসচিব বলেন, অর্থনৈতিকভাবে বিএনপি একটি ত্রুটিপূর্ণ সমাজতান্ত্রিক মডেল থেকে সরে এসে মিশ্র ও বৈচিত্র্যময় অর্থনীতি চালু করে, যা আমরা এখন মুক্তবাজার অর্থনীতি হিসেবে চিনি। এরপরই বেসরকারি খাতের অর্থায়ন শুরু হয় এবং অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। আজ যে গার্মেন্টস খাত আমাদের অর্থনীতির প্রধান চালিকাশক্তি, তা জিয়াউর রহমানের সময়ে শুরু হয়। এমনকি রেমিট্যান্স আসাও শুরু হয় তার উদ্যোগের কারণেই।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে ব্যাংকসহ বিভিন্ন খাতে সংস্কার হয়। বিএনপি এমন একটি দল, যার জনগণের সমস্যার সমাধান এবং উন্নয়ন নিশ্চিত করার সুনির্দিষ্ট প্রমাণ আছে। আমাদের দল বিচার বিভাগের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত করেছে, যা একটি গণতান্ত্রিক দেশের মৌলিক স্তম্ভ।

সাক্ষাৎকারে মির্জা ফখরুলের কাছে প্রশ্ন করা হয়, দেশে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যার মধ্যে একটি হলো সংবিধান সংস্কার কমিশন। এই প্রক্রিয়াগুলোতে আপনার দলের প্রতিনিধিত্ব ও সম্পৃক্ততা কীভাবে রয়েছে?

জবাবে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির কোনো প্রতিনিধিকে সংস্কার কমিটিগুলোতে অন্তর্ভুক্ত করা হয়নি। এসব কমিটি কোনো রাজনৈতিক দলীয় প্রতিনিধিত্ব ছাড়াই গঠন করা হয়েছে, যা তত্ত্বাবধায়ক সরকারের জন্য স্বাভাবিক ও সংগতিপূর্ণ। তবে তারা আমাদের মতামত চেয়েছে এবং আমরা এ কমিশনগুলোতে আমাদের মতামত পাঠাব।

এক পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বিএনপিতে নারীদের প্রতিনিধিত্ব কেন কম, সে বিষয়ে জানতে চাওয়া হয়।

উত্তরে দলের এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমরা আমাদের দলে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব। এটি আমাদের একটি অগ্রাধিকার এবং আমরা এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৬ সাল থেকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, ২০১১ সাল থেকে তিনি ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। এ ছাড়া ২০০১-২০০৬ সালে বিএনপির সর্বশেষ সরকারে মির্জা ফখরুল মন্ত্রিসভার সদস্য ছিলেন।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার
বিএনপি-জামায়াতপন্থী প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান