বাংলাদেশের মানুষ সচেতন, তারা আমাদের পর্যালোচনা করছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, তারা একদিন ভালোবেসে গলায় ফুলের মালা দেয়, আবার ঠিক পরদিন তারা এন্টিএস্টিবল্যাশমেন্ট হয়ে একই মানুষের কাছে জবাবদিহি চায়।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেছে। একইসঙ্গে তারা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিও করেছে। বিষয়টি বাংলাদেশের মানুষের রাডারে আছে। এটা অস্বীকার করা যাবে না।
তিনি বলেন, নতুন প্রজন্ম আমাদের সামনে রয়েছে, থাকবে। আমরাও একদিন নতুন প্রজন্ম ছিলাম। নতুন প্রজন্ম শুধু বয়স দিয়ে নয়, নতুন ধ্যান-ধারণায় নির্ধারণ হয়।
বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ দেড় দশক ধরে গণতান্ত্রকামী রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করে যাচ্ছিল। মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছিল। তৃণমূলের নেতাকর্মীরা রাতে ঘরে ঘুমাতে পারেনি। সেই পরিস্থিতি থেকে উত্তরণের চূড়ান্ত সংগ্রামে ৫ আগস্ট বিপ্লবের সর্বশেষ অংক ঘটিয়েছে।
মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ ভূখণ্ডের প্রতি, ভোটের প্রতি, সুশাসনের প্রতি ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতি যে আকর্ষণ তা যুগ যুগ ধরে আমরা দেখেছি। বাংলাদেশের মানুষ সচেতন, তারা আমাদের পর্যালোচনা করছে।
আরটিভি/আরএ