ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সংস্কার না করে নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে: নাসীরুদ্দীন

আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ১০:১৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সংস্কার না করে নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিজ্ঞাপন

এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত শনিবার (৩১ মে) রাজধানীতে ‘মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছেন, তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করছেন। কিন্তু তরুণরা এ ধরনের হুমকি মেনে নেবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, সংবিধান পরিবর্তন না করতে পারলে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন হবে না। একই ব্যক্তি দলের প্রধান, রাষ্ট্রের প্রধান, সংসদপ্রধান হওয়ায় ফলে দেশ একটি পরিবার নির্ভর হয়ে যায়। এই ধারা অব্যাহত রাখতে গণ-অভ্যুত্থান হয়নি, হয়েছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য।

আরও পড়ুন

এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশে আর কোনো ব্যক্তিতান্ত্রিক রাজনীতি চলতে দেওয়া যাবে না। আমাদের প্রত্যাশা স্থায়ী সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা। কিন্তু তা না করে নামমাত্র নির্বাচন করলে সেটি আগামী প্রজন্মের সঙ্গে গাদ্দারি করা হবে।
 
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, টেকসই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রজন্ম এগিয়ে যেতে চায়। কিন্তু সেটা করতে বাধা দিলে পরিণতি হাসিনার মতো হবে।

বিজ্ঞাপন

যারা ক্ষমতায় যেতে বেহুশ হয়ে গেছেন, তাদের হুশে ফেরার আহ্বান জানান এনসিপির মুখ্য এই সমন্বয়ক।

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |