ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

দুটি পয়েন্টে অগ্রসর হয়েছি, বৈঠক শেষে তাহের

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৯:৪১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের দ্বিতীয় পর্বের বৈঠক শেষ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

বৈঠক শেষে বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, দুটি পয়েন্টে মোটামুটি আমরা অগ্রসর হয়েছি। এর মাঝে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টিতে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে।

আরও পড়ুন

অন্যটি, প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে। সেখানে অনেকটাই ম্যাজরিটি দল একমত হয়েছি কেউ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। তবে, কোনো কোনো দল ইনক্লুডিং বিএনপি, আমাদের সঙ্গে পুরোপুরি একমত হয়নি। তারা বলেছেন, প্রধানমন্ত্রীর মেয়াদ পরপর দুইবার, তারপরে ড্রপ, তারপর আবার প্রধানমন্ত্রী হতে পারবেন।

তাহের আরও বলেন, একটা সাইড রেফারেন্স আমাদের মধ্যে রয়েছে। কিন্তু ম্যাজরটি বিশ্বাস করে প্রধানমন্ত্রী দুই মেয়াদেই হতে পারবে এরপর একব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে আরও কিছু এজেন্ডা আছে। এটা সময়ের অভাবে আজ আলোচনা হয়নি। এসব অসামাপ্ত বিষয়ে আলোচনা শেষ করে ২২ জুন ফের আলোচনা হবে।

আরটিভি/আরএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |