ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ঢাকায় কলাবাগানে ছাত্রদলের বৃক্ষরোপণ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১০:৩৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকার কলাবাগান থানার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে কলাবাগান থানা ছাত্রদল এই কর্মসূচি পালন করে। 

কলাবাগান থানা ছাত্রদল জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদল গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

কেন্দ্রঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদারের নির্দেশনায় আজ বিকেলে নাঈমুর রহমান দূর্জয়ের নেতৃত্বে কলাবাগান থানা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।

বিজ্ঞাপন

কর্মসূচির অংশ হিসেবে কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, স্টাফ কোয়ার্টারসহ কলাবাগান থানাধীন বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় নাঈমুর রহমান দূর্জয় বলেন, মানবিক বাংলাদেশ বিনির্মাণের আমাদের স্বপ্নের সারথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে আমরা সদা প্রস্তুত।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |