চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল

আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ১০:৪২ পিএম


চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল
সংগৃহীত ছবি

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রতিনিধি দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রতিনিধি দলে রয়েছেন—স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান; চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া ও জহির উদ্দিন স্বপন; দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিজ্ঞাপন

এই সফরের মাধ্যমে চীন ও বিএনপির মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চীন সফরের আগে গত বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুলের নেতৃত্বাধীন বিএনপির ১০ সদস্যের প্রতিনিধি দল। এর আগে, গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইন।

এ ছাড়া, আগেও চীনের সঙ্গে বিএনপির কূটনৈতিক যোগাযোগ হয়েছে। গত মে মাসের শেষে বেইজিংয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধি দল। আরও আগে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দলের একটি যৌথ প্রতিনিধি দল চীন সফর করে। তখন দলটির নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বিজ্ঞাপন

আরটিভি/টি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission