ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

স্ক্রিনশট ‘ফাঁস’ করে যা বললেন নিলা ইসরাফিল

আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০১:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নিলা ইসরাফিল এবার কিছু স্ক্রিনশট ‘ফাঁস’ করেছেন। এসব স্ক্রিনশট প্রকাশ করে তিনি লিখেছেন, এই হচ্ছে আমাদের সমাজ।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) স্ক্রিনশটগুলো ‘ফাঁস করেন তিনি। সেখানে দেখা যায়, বিভিন্ন আইডি থেকে তাকে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল দেওয়া হচ্ছে।

এসব স্ক্রিনশট প্রকাশ করে নিলা ইসলাফিল লিখেছেন, এই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে তু একা না লক্ষ তু এখনো বিদ্যমান। যদি এদের উচ্ছেদ করতে চান তাহলে যার যার নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রতিবাদ করতে হবে। চুপ থাকার যুগ আর নেই। 

বিজ্ঞাপন

এর আগে, এনসিপি নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর অনেকে নিলা ইসলাফিলকে ‘আওয়ামী এজেন্ট’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন। তাদের উদ্দেশ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন নিলা।

সম্প্রতি নিজের ভেরিফয়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিয়ে মুখ খুলেন নিলা ইসলাফিল।

ফেসবুক পোস্টে তিনি বলেন, যারা আমাকে মনে করছেন আমি কারো এজেন্ট হয়ে কাজ করছি তাদের উদ্দেশ্যে আমি বলছি।

বিজ্ঞাপন

আমি নিলা ইসরাফিল একাই যথেষ্ট আমার জন্য। সাদাকে সাদা কালোকে কালোই বলা আমার অভ্যাস এবং আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে। সুতরাং অহেতুক আমাকে বিভিন্ন কুৎসিত ট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |