বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে এবার মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নীলা ইস্রাফিল।
বুধবার (২৫ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন।
নীলা ইস্রাফিল লিখেছেন, একজন নারী যখন নিজ আলোয় এগিয়ে যান, কিছু চোখ তখন সত্য মেনে নিতে পারে না।
তিনি আরও লিখেছেন, ব্যারিস্টার জাইমা রহমানকে ঘিরে যে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচারণা চালানো হচ্ছে, তা শুধু ব্যক্তিগত আঘাত নয়—সমাজের মূল্যবোধের ওপরও এক নির্মম আক্রমণ।
এনসিপি নেত্রী লিখেছেন, একজন শিক্ষিত, সম্মানিত নারীর চরিত্র হরণে যে অসৎ প্রচেষ্টা চালানো হয়েছে, তা আমরা ঘৃণা করি।
সবশেষে তিনি লিখেছেন, জাইমার পাশে আছি। কারণ, সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা।
আরটিভি/আইএম -টি