ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

হুমকির মুখে চলনবিলের ৮ হাজার হেক্টর জমির আবাদ

সিরাজগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬ , ০৬:০৪ পিএম


loading/img

রাতের আঁধারে অবৈধ উপায়ে মাছ ধরায় হুমকির মুখে পড়েছে চলনবিলের সাড়ে ৮ হাজার হেক্টর জমির আবাদ। মাছ ধরায় ব্যবহৃত অবৈধ সুতি জালের কারণে বিলের জমি থেকে পানি নামতে না পারায় এ সংকট সৃষ্টি হয়েছে। প্রশাসনের সঠিক তরাদকির অভাবে কৃষকদের হা-হুতাশ কানে তুলছে না প্রভাবশালীরা।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ, পাবনা, নাটোর ও বগুড়া জেলায় বিস্তৃত প্রায় ২ লাখ হেক্টর জমির ‘চলনবিল’। বর্ষা মৌসুমে ৩ থেকে ৫ মাস এ বিলে পানি থাকে। বর্ষা শেষে পানি নেমে গেলে চাষযোগ্য জমিগুলোতে রবিশস্যের আবাদ করেন কৃষকরা। এবার বর্ষা শেষ হবার পরও বিলের জমি থেকে পানি নামছে না। এজন্য অবৈধ সুতি জাল দিয়ে মাছ ধরাকে দায়ী করছেন স্থানীয়রা। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কিছু প্রভাবশালী ব্যক্তি অতিরিক্ত মাছ শিকারের লোভে রাতের আঁধারে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে।

বিষয়টি নজরে আনলে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন

অবিলম্বে অবৈধ উপায়ে মাছ ধরা বন্ধ করতে না পারলে এলাকার হাজার হাজার কৃষক ফসল আবাদ থেকে বঞ্চিত হবেন। তাই দ্রুত দরকারি ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন কৃষকরা।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |