সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১২ম মৃত্যুবার্ষিকী আজ (শুক্রবার)।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও কিবরিয়া স্মৃতি পরিষদ।
২০০৫ সালের এই দিন হবিগঞ্জ সদর উপজেলা বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ ৫ জন নিহত ও কমপক্ষে শতাধিক মানুষ আহত হন। হত্যাকাণ্ডের সাড়ে ৯ বছর পর সম্পূরক চার্জশিট দাখিলের মাধ্যমে শুরু হয়েছে বিচার।
২০০৫ সালের ২৭ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে জনসভা শেষে গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন হবিগঞ্জ-৩ আসনের এমপি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নেতাকর্মী। এ ঘটনায় সিআইডি ২০১৪ সালের ১৩ নভেম্বর নতুন করে ১১ জনকে অন্তর্ভূক্ত করে মোট ৩৫ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করলে আদালত তা আমলে নেন।
চার্জশিটে নতুন করে অন্তর্ভূক্ত আসামিরা হলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, মুফতি আব্দুল হাই, মুফতি তাজ উদ্দিন, মুফতি সফিকুর রহমান, মোহাম্মদ আলী, বদরুল, মহিবুর রহমান, কাজল আহমেদ ও হাফেজ ইয়াহিয়া।
২০১৫ সালের জুনে মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। এরপর সেখানে বিচার কাজ শুরু হয়। বর্তমানে চলছে স্বাক্ষ্যগ্রহণ। বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা।
জেএইচ