ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মহাসপ্তমী আজ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ , ১০:১৪ এএম


loading/img

শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার (১১ অক্টোবর) থেকে  চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর আগমনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। গতকাল ছিল মহাষষ্ঠী।  ষষ্ঠীর দিন দেবী আসনে আসীন হয়েছেন। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবী দুর্গার আগমনের ক্ষণ গণনা। এবার দেবী এসেছেন ঘোড়ায় চড়ে, যাবেন দোলায় চড়ে।
 
আজ মঙ্গলবার (১২ অক্টোবর) মহাসপ্তমী। সকাল পৌনে ৯টায় নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা শুরু হবে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেবেন। গতবার করোনা মহামারির কারণে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা ছিল সীমিত আকারে। তবে এবার তা সিথিল করা হয়েছে। 

বিজ্ঞাপন

আগামীকাল বুধবার মহাষ্টমী, এদিন হবে সন্ধিপূজা। এদিন রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবারও তা হচ্ছে না।

বৃহস্পতিবার সকালে বিহিত পূজার মাধ্যমে হবে মহানবমী পূজা। আর শুক্রবার (১৫ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

বিজ্ঞাপন

এমএন/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |