পানির ট্যাঙ্কে ডুবে যাওয়া বাচ্চা হাতিকে বাঁচাচ্ছেন কয়েকজন, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যায় ৫ মাস বয়সী ওই হাতিটিকে বাঁচাচ্ছেন দক্ষিণ ভারতের তামিল নাড়ুর একটি গ্রামের বাসিন্দারা।
বন বনকর্মকর্তা পালানি রাজা জানান, ১১ জুন পেরিয়ানাইককেনপলামের নীলগিরি জীবমণ্ডল থেকে একটি হাতির পাল পানি পান করার জন্য রায়ারউথুপাতি নামে ওই গ্রামে আসে।
বিজ্ঞাপন
তিনি বলেন, স্থানীয়রা বাজি ফাটিয়ে ভয় দেখিয়ে তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। পরে ট্যঙ্কের সামনে গেলে সেখানে ছোট হাতিটি ভাসমান অবস্থায় দেখতে পান।
এখন হাতিটি বন বিভাগের নিজস্ব একটি বনে রাখা আছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ওয়াই/এমকে