ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নিষিদ্ধ শাহজাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ , ০১:০২ পিএম


loading/img

ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন আফগানিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য ও হার্ডহিটার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। এজন্য তাকে এক বছর নিষিদ্ধ করলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আইসিসি।

এ বছরে ১৭ জানুয়ারি দুবাইতে আইসিসি একাডেমিতে ডোপ টেস্টের মুখোমুখি হন শাহজাদ। পরে সল্ট লেক সিটিতে তার নমুনা পরীক্ষা নীরিক্ষা করা হয়। যেখানে ওয়াডার ১.২ ধারা অনুযায়ী নিষিদ্ধ ক্লেনবিউটেরলের উপস্থিতি সনাক্ত হয়।

বিজ্ঞাপন

আইসিসির এন্টি-ডোপিং কোড অনুযায়ী, শাহজাদ সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবেন। এ নিষেধাজ্ঞা শুরু হবে ২৬ এপ্রিল থেকে। তবে আফগান উইকেটরক্ষক-ব্যাটসম্যান চাইলে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে শাহজাদের। এখন পর্যন্ত ৫৮টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ওয়ানডেতে তার রান ১ হাজার ৯০১ রান, সর্বোচ্চ ১৩১। আর টি-টোয়েন্টিতে রান ১ হাজার ৭৭৯, সর্বোচ্চ অপরাজিত ১১৮। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারীও তিনি।

ডিএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |