ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ইউরোর ফাইনাল-সেমিফাইনাল নিয়ে বড় সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ জুন ২০২১ , ০৮:৫৪ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ও ফাইনালে ওয়েম্বলিতে বসতে চলেছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, মোট দর্শক আসনের ৭৫ শতাংশ মাঠে বসে খেলা দেখতে পারবে। অর্থাৎ লন্ডনের ঐতিহ্যবাহী এই  স্টেডিয়ামে উপস্থিত হতে পারবেন ৬০ হাজারের বেশি দর্শক।

বিজ্ঞাপন

গেল ১৫ মাস পর ইংল্যান্ডের কোনও স্টেডিয়ামে এত বেশি সংখ্যক দর্শককে প্রবেশের অনুমতি দেয়া হলো।

করোনার দাপট কমানোর জন্য বেশ কিছু বিধিনিষেধ জারি রয়েছে। সেখানে  সরকারের এমন সিদ্ধান্ত ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর বলা চলে।
 
সাউদাম্পটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে চলছে। সেখানে ২৫ শতাংশ বা চার হাজার দর্শক খেলা দেখতে পাচ্ছে। 

বিজ্ঞাপন

কয়েকদিন আগেই এজবাস্টনে বসেছিল ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট। ওই ম্যাচে সরকারের সেই পাইলট ইভেন্টে ৭০ শতাংশ দর্শক ছিলেন। যদিও ১৬ বছরের নীচে কাউকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। 

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের খেলতে চলা সিরিজে ৫০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবে।

এদিবে আগামী ৬ ও ৭ জুলাইয়ের মাঠে গড়াবে ইউরোর দুই সেমিফাইনাল। ১১ জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। 

বিজ্ঞাপন

মাঠে গিয়ে খেলা দেখতে হলে মানতে হবে বেশ কিছু নির্দেশিকা। করোনা নেগেটিভ সনদ আসতে হবে সঙ্গে। অথবা ম্যাচের ১৪ দিন আগে করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে উপস্থিত হতে হবে। 

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |