ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কেপিএল-এ চ্যাম্পিয়ন আফ্রিদির রাওয়ালকোট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ আগস্ট ২০২১ , ১২:৩৮ পিএম


loading/img
রাওয়ালকোট

প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কাশ্মির প্রিমিয়ার লিগ (কেপিএল)। মঙ্গলবার শ্বাসরুদ্ধকর ফাইনালে মুজাফফরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাওয়ালকোট হকস।

বিজ্ঞাপন

মুজাফফরাবাদকে নেতৃত্ব দেন মোহাম্মদ হাফিজ আর রাওয়ালকোটকে শহীদ আফ্রিদি। দুই তারকার লড়াইয়ের টসে হেরে আগে ব্যাট করে রাওয়ালকোট।

ব্যাট করতে নেমে নির্দিষ্ঠ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে আফ্রিদিরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ (২৯) রানের ইনিংস খেলেন কাশিফ আলী। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।

বিজ্ঞাপন

এছাড়া ১৯ বলে ৩০ রান করেন বিসমিল্লাহ খান আর শাহিবজাদা ফারহান করেন ২০ বলে ২৮ রান। মুজাফফরাবাদের পক্ষে মোহাম্মদ হাফিজ নেন ২ টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার জিসান আশরাফ ও মোহাম্মদ হাফিজ মুজাফফরবাদকে এনে দিয়েছিলেন দারুণ সূচনা। দুজনের জুটি থেকে ৩৪ বলে ৫৪ রান আসার পর হাফিজের ২১ বলে ২৫ করে আউটের মাধ্যমে ভাঙে জুটি।

আরেক ওপেনার জিসানের ব্যাটে রান আসছিল দ্রুত। তবে ২৬ বলে সমান ৪টি করে চার, ছক্কায় ৪৬ রানে বোল্ড হয়ে যান শহিদ আফ্রিদির। তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাওয়ালকোট। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে মুজাফফরাবাদ।

বিজ্ঞাপন

যদিও শেষ পর্যন্ত ঝুলে থাকে ম্যাচের ভাগ্য। ম্যাচের শেষ ৫ বলে যখন ৯ রান লাগে মুজাফফরবাদের তখনও তাদের হাতে ছিল ৪ উইকেট। কিন্তু আসিফ আফ্রিদি শেষ পাঁচ বলে ৩ উইকেট তুলে নিয়ে রাওয়ালকোটকে এনে দেন শিরোপা। মোহাম্মদ হাফিজের মুজাফফরাবাদ থামে ৯ উইকেটে হারিয়ে ১৬১ রানে।

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |