ফের বিমানের ভেতর যাত্রীদের মারামারি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবার তা ঘটলো আমেরিকার ডালাস থেকে ওকল্যান্ডগামী ‘দক্ষিণ-পশ্চিম ফ্লাইট-২৫৩০’ নামের ফ্লাইটে। হলিউডের বুরব্যাংক বিমানবন্দরে যাত্রা বিরতির সময় দু’যাত্রীকে হাতাহাতি করতে দেখা গেছে। বুরব্যাংকের পুলিশ এ ঘটনা জানিয়েছে।
এ সময় সহযাত্রীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, পাশাপাশি আসনের দু’যাত্রী হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পেছনের আসন থেকে উঠে গিয়ে এক যাত্রীতে আরেক যাত্রীর উপর চড়াও হতে দেখা যায়। টানা কয়েক মিনিট তাদের মধ্যে হাতাহাতি চলে। ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ওই বিমান সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, ক্যালিফোর্নিয়ার বুরব্যাংক বিমানবন্দরে সাময়িক যাত্রাবিরতির সময় ওই দুই যাত্রী মারামারি করেন। তবে বিমানের অন্যান্য যাত্রীরা তাদের থামিয়ে দেয়। এ ঘটনায় এক যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে কি কারণে তারা এ কাণ্ড ঘটান তা জানা যায়নি।
বুরব্যাংক পুলিশ জানায়, এ ঘটনায় ল্যানচেস্টারের বাসিন্দা ৩৭ বছরের যাত্রীকে আটক করা হয়েছে। পুলিশ তাকে টেনে হিচড়ে বিমান থেকে নামিয়ে নেয়। এখন সে বুরব্যাংক কারাগারে বন্দী রয়েছেন।
এপি/এমকে