চট্টগ্রামের আগ্রাবাদে বাংলাদেশ বেতার ভবনের কাছে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক ৫৫ বছর।
পুলিশ অনুমান করছে, ওই ব্যক্তিকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে।
এ বিষয়ে ডবলমুরিং থানার উপ পরিদর্শক সৈয়দ আলম আরটিভি অনলাইনকে জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা শেষ রাতের দিকে তাকে হত্যা করে পালিয়ে গেছে।
তার বুকের বাঁ পাশে এবং ডান পায়ে ধারালো অস্ত্রের জখম রয়েছে।
তিনি আরো বলেন, মৃত ব্যক্তির পরনে লুঙ্গি, নীল রঙের হাফ হাতা শার্ট এবং রেইন কোট ছিল। ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে বলে জানান তিনি।
এসজে