ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বোমা হামলায় সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর ১৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২২ মে ২০১৭ , ০৯:২১ পিএম


loading/img

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন বিদ্রোহী গোষ্ঠীর ১৪ সদস্য। এমনটি জানিয়েছে বৃটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

বিজ্ঞাপন

সংস্থাটি আরো জানায়, ইদলিব প্রদেশের সারাকেব এলাকার পূর্বে বিদ্রোহী গোষ্ঠী আহরার আল-শাম নিয়ন্ত্রিত একটি গ্রামে  দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, একজন হামলাকারী নিজের শরীরে থাকা বোমা বিষ্ফোরণের পর মোটরবাইকে রাখা অপর একটি বোমা বিষ্ফোরিত হলে ওই প্রাণহানির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বোমা হামলার জন্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্তকে (আইএসআইএল) দায়ী করছে বিদ্রোহী গোষ্ঠী আহরার আল-শাম।

এদিকে ছয় বছরের চলমান সংঘাতে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সুবিধা নিচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী।

ওয়াই/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |