ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

খালে গোসল করতে গিয়ে তিন ভাইয়ের মৃত্যু

আরটিভি অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬ মে ২০১৭ , ০৭:০৪ পিএম


loading/img

কেরানীগঞ্জের হাসনাবাদে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন, হোসেন ও ইব্রাহিম এবং হৃদয় হোসেন।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হোসেন ও ইব্রাহিম দক্ষিণ কেরানীগঞ্জের নয়াদ্দা এলাকার মনির হোসেনের ছেলে এবং তাদের খালাতো ভাই হৃদয় যাত্রাবাড়ী শনির আখড়া গোবিন্দ্রপুর এলাকার আবদুস সালামের ছেলে। হৃদয় দনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

হৃদয়ের চাচা আলামিন জানান, বৃহস্পতিবার নানীর বাড়িতে বেড়াতে যায় হৃদয়। সকালে তার দুই খালাতো ভাইসহ কয়েকজন বন্ধুর সঙ্গে হাসনাবাদ বালুর মাঠ এলাকার একটি খালে গোসল করতে গেলে তারা পানিতে ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে অন্য দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই বাবুল মিয়া জানান, হৃদয়ের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |