সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরের কাছে তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আইএস এর ঘাঁটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। ভূমধ্যসাগরে অবস্থানরত রুশ যুদ্ধজাহাজ থেকে এ হামলা চালানো হয়।
হামলায় আইএস এর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধজাহাজ থেকে চারটি কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং এতে আইএস এর বহু সন্ত্রাসী ও যুদ্ধযান ধ্বংস হয়।
বিবৃতিতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় সব লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। এ নিয়ে বিবৃতিতে আর কিছু বলা হয়নি। রাকা হচ্ছে সিরিয়ায় আইএস সন্ত্রাসীদের রাজধানী ও সবশেষ শক্ত ঘাঁটি।
যুদ্ধজাহাজ থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ক্ষেপণাস্ত্র ছোঁড়ার আগে আমেরিকা, তুরস্ক ও ইসরাইলকে আগাম সতর্কবার্তা দেয়া হয়।
এর আগে, গেলো ২৫ মে রুশ বিমান বাহিনীর হামলায় আইএস এর ৩৯টি গাড়ি ধ্বংস ও ১২০ জন সন্ত্রাসী নিহত হয়। এসব সন্ত্রাসী পালমিরা যাচ্ছিল।
এমকে