ঢাকাসোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

ভারত-পাকিস্তান ম্যাচে বাড়তি সতর্কতা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ০৪ জুন ২০১৭ , ০২:২৮ পিএম


loading/img

এজবাস্টনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মহারণ ঘিরে উত্তেজনা স্বভাবতই তুঙ্গে। লন্ডন হামলার পর এই ম্যাচ ঘিরে উঠছে নানা প্রশ্ন। এরই মধ্যে কোহলি-যুবরাজদের হোটেলে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় রোববার বিকেল সাড়ে ৩টায়। এই লড়াইয়ের আগে শক্তির দিক থেকে বিচার করলে অনেক এগিয়ে ভারত।

ম্যাচটিকে কেন্দ্র করে পুরো শহরেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে লড়াই ছাড়া এক টুকরো ছাড় দিতে নারাজ দুইপক্ষ। ম্যাচের আগে দুপক্ষই বেশ আত্মবিশ্বাসী।

বিজ্ঞাপন

শনিবারে লন্ডন হামলার পর ভারত-পাকিস্তানের মহারণের সম্ভাবনা নিয়ে রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমত যে বিষয়টি সামনে আসছে তা হলো ক্রিকেটারদের নিরাপত্তার দিকটি। তবে জঙ্গি হামলার পরও ম্যাচ বাতিলের কোনো সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।

ম্যাচটির ওপর ঝুলছে বৃষ্টির খাঁড়া। সেক্ষেত্রে ম্যাচ আয়োজনের ভাগ্য নির্ধারণ করছে বৃষ্টির ওপর। আবহাওয়ার পূর্ভাভাস অনুযায়ী, রোববার ৭০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে আশার কথা হচ্ছে এজবাস্টনের পানি নিষ্কাষণের ব্যবস্থা খুবই ভালো। তাই অল্প স্বল্প বৃষ্টি হলেও ম্যাচ গড়াতে বাধা নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাম্প্রাতক ফর্মটাও খুব ভালো ভারতে। সঙ্গে বর্তমান চ্যাম্পিয়নও তারা। কোহলি, যুবরাজ, ধোনিদের নিয়ে ব্যাটিং লাইনআপটা যেমন পক্ত।

তেমনি বোলিং লাইটাও আগ্রাসী শামি, ভুবনেশ্বর কুমার, বুমরাদের মিশেলে। অন্যাদিকে, সাম্প্রতিক ফর্ম বিচরে নখদন্তহীন দল পাকিস্তান।

২০১৫ সালের পর তারা ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে, ওয়ানডে সিরিজে। তারপরেও দু’দলের দৈরথটা সবসময় বাড়তি উত্তেজনার ক্রিকেট ভক্তদের মাঝে।

ওয়াই/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |