জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হেলস শো’য়ে বড় জয় তুলে নিলো ইংল্যান্ড। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে ইংলিশরা ।
সাউদাম্পটনের রোজ বলে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৪২ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট ও ৩৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। এরপর ফারহান বেহারদিনকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেন এবি ডি ভিলিয়ার্স। শেষ পর্যন্ত ৩ উইকেটে ১৪২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স ৬৫ ও বেহারদিন ৬৪ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের হয়ে মার্ক উড নেন ২ উইকেট। এছাড়া ১ উইকেট শিকার করেন ডেভিড উইলি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে ইংল্যান্ড। ব্যক্তিগত ২৮ রানে জ্যাসন রয় আউট হলেও অ্যালেক্স হেলস ও জনি বেয়ারস্টো শো চলতেই থাকে। শেষ পর্যন্ত তারা অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বেয়ারস্টো ৬০ ও হেলস ৪৭ রানে অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন আন্দিলে ফেলুকওয়ায়ো।
ম্যান অব দ্য ম্যাচ জনি বেয়ারস্টো।
ডিএইচ