ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বেয়ারস্টো-হেলস শো’য়ে বিশাল জয় ইংলিশদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭ , ১২:০০ পিএম


loading/img

জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হেলস শো’য়ে বড় জয় তুলে নিলো ইংল্যান্ড। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে ইংলিশরা ।

বিজ্ঞাপন

সাউদাম্পটনের রোজ বলে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৪২ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট ও ৩৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। এরপর ফারহান বেহারদিনকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেন এবি ডি ভিলিয়ার্স। শেষ পর্যন্ত ৩ উইকেটে ১৪২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স ৬৫ ও বেহারদিন ৬৪ রানে অপরাজিত থাকেন।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের হয়ে মার্ক উড নেন ২ উইকেট। এছাড়া ১ উইকেট শিকার করেন ডেভিড উইলি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে ইংল্যান্ড। ব্যক্তিগত ২৮ রানে জ্যাসন রয় আউট হলেও অ্যালেক্স হেলস ও জনি বেয়ারস্টো শো চলতেই থাকে। শেষ পর্যন্ত তারা অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বেয়ারস্টো ৬০ ও হেলস ৪৭ রানে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন আন্দিলে ফেলুকওয়ায়ো।

বিজ্ঞাপন

ম্যান অব দ্য ম্যাচ জনি বেয়ারস্টো।

বিজ্ঞাপন

ডিএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |