ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ইমরানকে ছাড়িয়ে গেলেন ইমাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৭ জুন ২০১৭ , ০২:৫৭ পিএম


loading/img

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে ৭৮০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন ইমাদ ওয়াসিম।

বিজ্ঞাপন

বাজে পারফর্মেন্সের জন্য সাউথ আফ্রিকান লেগ স্পিনার ৭৪৪ পয়েন্টে ইমরান তাহির তিনে নেমে যাওয়ায় টপে উঠে গেছেন এই পাকিস্তানি বাঁহাতি লেগ বোলার।

গেলো জানুয়ারিতে ১ নম্বর জায়গাটা দখলে নিয়েছিলেন তাহির। সব শেষ টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে তার দল।

বিজ্ঞাপন

সিরিজে মোট ৭ ওভারে ৭৫ রান দিয়ে নিয়েছেন মাত্র একটি উইকেট। ৭৬৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ।

র‌্যাংকিংয়ে চার নম্বরে যৌথভাবে আছেন আফগান তরুণ স্পিনার রশিদ খান ও উইন্ডিজের স্যামুয়েল বদ্রি। তাদের দু’জনেরই পয়েন্ট ৭১৭।

এদিকে ৬৯৫ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে  আছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’মুস্তাফিজুর রহমান। এছাড়া শীর্ষে দশের মধ্যে ৬৪৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

ওয়াই/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |